জম্মু-কাশ্মীরে তুষারধসে ৩ ভারতীয় সেনা নিহত
অনলাইন ডেস্ক
ভারতের জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার মাছিল সেক্টরের এক সেনাচৌকিতে তুষারধসে তিন ভারতীয় সেনা নিহত হয়েছেন।
সোমবার স্থানীয় সময় দুপুর ১টায় এ তুষারধসের ঘটনা ঘটে জানায় ভারতীয় সংবাদমাধ্যম। একইসঙ্গে তুষারধসের এ ঘটনায় এক সেনা নিঁখোজ ও এক সেনা আহত হয়েছেন।
এদিকে সোমবার গন্দেরবাল জেলার সোনমার্গে অপর এক তুষারধসে বেসামরিক পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, তুষারধসে সোনমার্গে নয় বেসামরিক নাগরিক আটকা পড়ে। এরমধ্যে জীবিত অবস্থায় চারজনকে উদ্ধার করা হয়।
গত দু’দিনে ভারি তুষারপাতের কারণে উত্তর কাশ্মীরে তুষারধসের ঘটনা ঘটে। তুষারধসের কারণে বিভিন্ন সেনাচৌকিতে আটকা পড়া ভারতীয় সেনা সদস্যদের উদ্ধারের জন্য অভিযান চালানো হচ্ছে বলে সামরিক সূত্র জানায়।