গাজায় হামলা চালালো ইসরায়েলি যুদ্ধবিমান
অনলাইন ডেস্ক
রকেট হামলার জবাবে বুধবার গাজা তীরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর উদ্ধৃতি দিয়ে এ খবর প্রকাশ করেছে রয়টার্স।
পাল্টাপাল্টি এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, গাজা থেকে নিক্ষেপ করা দুটি রকেট ভূপাতিত করে ইসরায়েল। অন্য দুটি বসতি নিয়ে এমন জায়গায় পড়েছে। গাজা থেকে চালানো ওই হামলায় এখনো কেউ দায় স্বীকার করেনি।
সূত্র: মিডল ইস্ট মনিটর