বিশ্বের সবচেয়ে গতিশীল শহর হায়দরাবাদ
বিশ্বের সবচেয়ে গতিশীল শহর এখন দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দরাবাদ। দ্বিতীয় স্থানেও রয়েছে ভারতের আরেক রাজ্য কর্ণাটকের রাজধানী ব্যঙ্গালুরু। সম্প্রতি মার্কিন রিয়েল স্টেট সেবাদাতা বৈশ্বিক প্রতিষ্ঠান জোন্স ল্যাং ল্যাসালের (জেএলএল) প্রকাশিত সূচকে এ তথ্য জানানো হয়েছে।
জেএলএল বিশ্বের ১২৯টি গতিশীল শহরের তালিকায় শীর্ষ দুটিসহ ভারতের মোট ৭টি শহর আছে প্রথম বিশে। পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে দক্ষিণ ভারতের তামিলনাডু রাজ্যের রাজধানী চেন্নাই এবং ভারতের রাজধানী শহর নয়াদিল্লি। এছাড়া শীর্ষ বিশে স্থান করে নিয়েছে পুনে, মুম্বাই ও কলকাতা শহর।
জনসংখ্যা ও ব্যবসায় পরিবেশের কারণে দক্ষিণ ভারতের হায়দরাবাদ, বেঙ্গালুরু ও চেন্নাই উত্তরের শহরগুলোর চেয়ে এগিয়ে রয়েছে। হায়দারাদের নগর উন্নয়ন, অবকাঠামো, স্মার্ট বাইক ও ইলেকট্রনিক অটোসহ অ্যাপল, অ্যামাজন গুগল ও ফেসবুকের মতো বৈশ্বিক জায়ান্টের পদচারণা শহরটিকে সবচেয়ে গতিশীল করে তুলেছে।
হায়দরাবাদের প্রযুক্তিগত উন্নতির কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হচ্ছে, বিশ্বের যেকোনো শহরের তুলনায় হায়দরাবাদে সবচেয়ে বেশি প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। অন্যদিকে এটি প্রধান কার্যালয়ের ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে বিশ্বের সেরা পারফর্মিং শহরগুলোর মধ্যেও অন্যতম।