প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০ ১৩:২৩

সিনেটে আজ শুরু হচ্ছে ট্রাম্পের অভিশংসন শুনানি

অনলাইন ডেস্ক
সিনেটে আজ শুরু হচ্ছে ট্রাম্পের অভিশংসন শুনানি

মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে আজ মঙ্গলবার থেকে শুরু হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন শুনানি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার সিনেটে অভিশংসনের মুখোমুখি হচ্ছেন কোনও প্রেসিডেন্ট।

ক্ষমতার অপব্যবহার ও মার্কিন কংগ্রেসকে বাধা, এই দুই ইস্যুতে ট্রাম্প এই মুহূর্তে নিজের দেশে কার্যত কোণঠাসা। ইতোমধ্যেই কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসনের পক্ষে ভোট পড়েছে। নির্বাচনের আগেই যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্টকে সরে যেতে হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে শুনানিতে।

এই তৃতীয়বারের জন্য মার্কিন সিনেট কার্যত আদালত কক্ষে পরিবর্তিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের অভিশংসনের এই প্রক্রিয়া নেতৃত্ব দিচ্ছেন ডেমোক্র্যাট নেত্রী তথা প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। এর আগে গত বৃহস্পতিবার ঐতিহাসিক ইমপিচমেন্টের শুনানি শুরু হয় কংগ্রেসের নিম্নকক্ষে। ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসকে তদন্তে বাধা দেয়ার অভিযোগ উঠেছিল।

এছাড়াও ইউক্রেনকে সেনা সহযোগিতায় বাধাদান এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত চালানোর জন্য প্রশাসনকে চাপ দেয়ার মতো অভিযোগও রয়েছে। ক্ষমতার অপব্যবহারের অভিযোগটি ২৩০-১৯৭ ভোটে পাস হয়। সেখানেই ২২৯-১৯৮ ভোটে পাস হয় তদন্তে বাধা দেয়ার অভিযোগ।

এদিকে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে থাকলেও উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ রয়েছে রিপাবলিকানদের হাতে। তাই সিনেটে ট্রাম্পের অভিশংসন শুনানিতে বেশ বেগ পেতে হবে ডেমোক্র্যাটদের।

উপরে