প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০ ১৩:২৬

পদত্যাগ করছেন বিবিসি’র মহাপরিচালক

অনলাইন ডেস্ক
পদত্যাগ করছেন বিবিসি’র মহাপরিচালক

যুক্তরাজ্যের গণমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন বা বিবিসি’র মহাপরিচালকের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন লর্ড টনি হল। এই গ্রীষ্মেই তিনি পদত্যাগ করবেন। গত সাত বছর ধরে বিবিসি’র মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন লর্ড হল।

নিজের এই সিদ্ধান্ত খুব কঠিন ছিল উল্লেখ করে লর্ড হল বলেন, যদি আমি আমার মনের কথা শুনতাম, তাহলে আমি কখনই পদত্যাগ করতাম না। কিন্তু আগামী ২০২২ সালে বিবিসির মিড-টার্ম রিভিউ ও ২০২৭ সালে প্রতিষ্ঠানটি চার্টার পুনঃনবায়নের সময় একই নেতৃত্ব থাকা বলে মনে করেন লর্ড হল।

এদিকে ন্যাশনাল গ্যালারি এক ঘোষণায় জানিয়েছে, তাদের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে লর্ড হলকে। অন্যদিকে বিবিসি’র চেয়ারম্যান স্যার ডেভিড ক্লেমেন্টি বলেছেন, ‘আগামী কয়েক সপ্তাহের মধ্যে’ বিবিসি’র নতুন নেতা খোঁজা শুরু হবে।

তিনি বলেন, ‘এই কাজের জন্য সেরা যোগ্য ব্যক্তি নির্বাচন করতে’ বিবিসি বদ্ধপরিকর।

উল্লেখ্য, ২০১২ সালের নভেম্বরে তৎকালীন বিবিসি মহাপরিচালক জর্জ এনটুইসেলের পদত্যাগের পর এ পদে আসীন হয়েছিলেন বার্তা বিভাগের সাবেক পরিচালক এবং রয়েল অপেরা হাউজের প্রধান নির্বাহী লর্ড টনি হল।

উপরে