মহাকাশে নারী রোবট পাঠাচ্ছে ভারত

দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) রোবটের জগতে এক বিরাট পদক্ষেপ নিতে চলেছে। ভারতের এই মহাকাশ সংস্থা প্রথমবারের মতো নারী রোবট পাঠাতে চলেছে মহাকাশে। আগামী ডিসেম্বরে এই মিশন শুরু হবে।
সম্প্রতি বেঙ্গালুরুতে রোবটটিকে গণমাধ্যমের সামনে আনা হলে সেটি ইংরেজিতে বলে-‘হাই, আমি ভায়োমমিত্র, প্রথম অর্ধ মানবরূপী প্রোটোটাইপ রোবট। আমি মানুষকে চিনতে পারি, নভোচারীদের সাথে কথা বলতে, তাদের সব প্রশ্নের উত্তর দিতে পারবো।’
‘গগনায়ন’ প্রজেক্টের অংশ হিসেবে এই রোবটটিকে পাঠানো হবে মহাকাশে। ভারতের স্পেস এজেন্সির প্রধান কে. সিভান গত বছর জানিয়েছিলেন যে, মহাকাশে পর্যটনের জন্য মানুষ পাঠানো বা বড় লক্ষ্যে কাজ করার উদ্দেশ্য তাদের নেই, ছোট্ট পরিসরে গবেষণা করাই উদ্দেশ্য তাদের।
গগনায়ন প্রজেক্টে দুই বা তিন জন নভোচারীকে সর্বোচ্চ সাত দিনের জন্য মহাকাশে পাঠানো হবে। এই মিশনে একজন ক্রু সহ ৮,২০০ পাউন্ড ওজনের একটি ক্যাপসুল ২৫০ মাইল উপরে পৃথিবীর কক্ষপথে ঘুরপাক খাবে। চলতি মাসের শেষ দিক থেকে এই প্রজেক্টের জন্য নভোচারীদের প্রশিক্ষণের কাজ শুরু হবে। আর এই মিশনের জন্য খরচ হতে চলেছে ১০০ বিলিয়ন রুপি (১.৪ বিলিয়ন ডলার)। মিশনের জন্য বাছাই করা চারজন নভোচারীকে রাশিয়ায় ১১ মাসের জন্য প্রশিক্ষণে পাঠানো হবে।
সাম্প্রতিক সময়ে মহাকাশ গবেষণায় বেশ অগ্রগতি হয়েছে ভারতের। ২০১৭ সালে একক মিশনে মহাকাশে রেকর্ড ১০৪টি স্যাটেলাইট পাঠায় দেশটি। কম খরচে মহাকাশ গবেষণার একটা ভাবমূর্তি গড়ে উঠেছে দেশটির। গত বছর বছর অবশ্য চাঁদে নভোযান পাঠানোর মিশন ব্যর্থ হয় ভারতের। তবে সূর্য নিয়ে গবেষণায় চলতি বছরে একটি মিশন ও শুক্র গ্রহ নিয়ে গবেষণায় ২০২৩ সালে আরেকটি মিশন শুরু করতে যাচ্ছে দেশটি।