কিউবা-জ্যামাইকাতে শক্তিশালী ভূমিকম্প

কিউবা ও জামাইকার ক্যারিবিয়ান অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৭। স্থানীয় সময় মঙ্গলবার এই ভূমিকম্প আঘাত হানে। এ ভূমিকম্পে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। আন্তর্জাতিক সুনামি তথ্য কেন্দ্রের বরাত দিয়ে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ কথা জানিয়েছে ।
জানা গেছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল লুসিয়া থেকে ৭২ মাইল উত্তর-পশ্চিমে এবং কিউবার নিকুয়েরা থেকে ৮৭ মাইল দক্ষিণ-পশ্চিমে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ৬ দশমিক ২ মাইল।
ভূমিকম্পে অনেক এলাকায় রাস্তা-ঘাটে গর্ত তৈরি হতে দেখা গেছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি শহরে ভূমিকম্পের সময় তীব্র কম্পনের কারণে বেশ কিছু ভবন থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে।
স্থানীয় লোকজন জানান, প্রায় এক মিনিট ধরে কম্পন অনুভূত হয়েছে। মিয়ামি থেকেও কম্পন অনুভূত হয়েছে। জ্যামাইকা এবং কিউবার বিভিন্ন স্কুল ও ভবন থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে।