প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০ ১৫:৫৪

কঙ্গোয় সন্ত্রাসী হামলায় নিহত ৩০

অনলাইন ডেস্ক
কঙ্গোয় সন্ত্রাসী হামলায় নিহত ৩০

কঙ্গো প্রজাতন্ত্রে সন্দেহভাজন ইসলামি সন্ত্রাসীদের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তা ও নাগরিক সমাজের নেতারা বুধবার এ তথ্য জানিয়েছেন। উগান্ডার ইসলামি গ্রুপ অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) বেনি এলাকার পশ্চিমের চারটি গ্রামে হামলা চালায়। গত বছরের অক্টোবরে সেনাবাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরুর পর থেকে এই এলাকায় সহিংসতার মাত্রা বৃদ্ধি পেয়েছে।

স্থানীয় প্রশাসক রিচার্ড কিভানজাঙ্গা জানান, ওইচা শহরের পশ্চিমে হামলায় ৩২ জন নিহত হয়েছে। কিভু সিকিউরিটি ট্র্যাকারের দেওয়া তথ্য অনুযায়ী, নভেম্বর থেকে এ পর্যন্ত এডিএফের হামলায় অন্তত ২৬৫ জন নিহত হয়েছে।

গত ডিসেম্বরে প্রেসিডেন্ট ফেলিক্স টিশিসেকেদি জানিয়েছিলেন, এডিএফের বিরুদ্ধে লড়াই করতে তিনি ২২ হাজার সেনা পাঠিয়েছেন। সেনারা এডিএফের প্রায় সবগুলি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে।

উপরে