দিল্লিতে নিহতের সংখ্যা বেড়ে ৩৮

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) প্রতিবাদে দিল্লি দাঙ্গায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।
কারণ, উত্তর–পূর্ব দিল্লির উপদ্রুত এলাকাগুলোর সব জায়গায় এখনও পুলিশ ও অন্যরা পৌঁছাতে পারেনি। ইট, ছুরি, গুলি ও লাঠি–রডের ঘায়ে মারাত্মক আহত ৪৬ জন এখনও বিপদমুক্ত নন। এছাড়া মুস্তাফাবাদ থেকে অ্যাসিডে আক্রান্ত ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের কেউ কেউ দৃষ্টিশক্তি পুরোপুরি হারিয়ে ফেলেছেন।
পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার দিল্লিতে সাত হাজার আধাসামরিক সৈন্য মোতায়েন করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দিল্লির ২০৩টি থানার মধ্যে মাত্র ১২টির আওতাভুক্ত ৪.২ শতাংশের মতো অঞ্চল সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ৩৬ ঘণ্টায় এসব থানায় কোনও বড় ঘটনার খবর পাওয়া যায়নি।
আধাসামরিক বাহিনীর ৭০টি কোম্পানির ১০০ জন করে মোট সাত হাজার সৈন্য মোতায়েন করা হয়েছে।
দিল্লি পুলিশের তদারকি ও নিয়ন্ত্রক স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, এ ঘটনায় ৫১৪ জন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং তদন্তের সঙ্গে সঙ্গে এ সংখ্যা আরও বাড়বে।
খবর দ্যা হিন্দুস্তান টাইমসের।