ক্ষুধার যন্ত্রনায় বাচ্চাদের খেয়ে ফেলছে মেরু ভাল্লুকরা

একে অপরকে খেয়ে নিচ্ছে নিজেরাই। এমনকি সন্তানদেরও ওপরও আক্রমণ করছে। মেরু ভাল্লুকদের সম্পর্কে এমনই ভয়ঙ্কর তথ্য সামনে আনলেন রশিয়ার বিজ্ঞানীরা। তারা জানিয়েছেন, ক্রমশ এইভাবে নিজেদের প্রজাতির সদস্যদের খেয়ে ফেলার প্রবণতা বাড়ছে।
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, রুশ বিজ্ঞানী মর্ডভিনস্তেভের দাবি, মেরু ভাল্লুকদের মধ্যে নিজেদের জাতের ভাল্লুকের মাংস খাওয়ার ঘটনা অনেক আগেই থেকেই দেখা যায়। তবে তা ইদানিং তা অনেকটাই বেড়ে গিয়েছে। প্রায়ই চোখে পড়ছে এমন ঘটনা।
এই প্রবণতা বাড়ার কারণ হিসেবে মানুষকেই দায়ি করেছেন মরভিনস্তেভ। তার দাবি, এর পিছনে দুটি কারণ থাকতে পারে। একটা হতে পারে, প্রয়োজনীয় পুষ্টির অভাবে বড় বড় পুরুষ মেরু ভাল্লুকরা ছোট স্ত্রী ভাল্লুক ও বাচ্চাদের শিকার করে খাচ্ছে। শুধু তাই নয়, খিদের জ্বালায় মা ভাল্লুকদেরও বাচ্চাদের খেয়ে নিতে দেখা যাচ্ছে।
আর একটি কারণ হল, বিশ্ব উষ্ণায়নের জন্য সুমেরুর বরফ গলছে। সেই সঙ্গে ওই মেরু ভাল্লুকদের স্বাভাবিক বাসস্থানের এলাকায় খনিজ তেল উত্তোলন চলছে। ফলে নিজেদের বাসস্থান ছেড়ে সরে যেতে হচ্ছে মেরু ভাল্লুকদের। আর সেই কারণে ঠিক মতো শিকার পাচ্ছে না তারা।