করোনাভাইরাসে ব্রিটেনে আক্রান্ত ৩৫, জরুরি বৈঠকে জনসন

যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। রোববার দেশটিতে নতুন করে ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে সেখানে এখন পর্যন্ত মোট ৩৫ জন এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদিকে, দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। খবর রয়টার্স।
আজ সোমবার ব্রিটিশ সরকারের জরুরি সহায়তা কমিটির সঙ্গে বৈঠক করবেন বরিস জনসন। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে আলোচনা করতেই এই বৈঠক ডাকা হয়েছে।
বিশ্বব্যাপী প্রায় ৯০ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছে ৩ হাজার ৫৩ জন। প্রথমদিকে চীনের ভেতরেই এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়লেও এখন চীনের বাইরে আক্রান্তের সংখ্যা বাড়ছে।
লন্ডনে একটি গণস্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনের সময় বরিস জনসন বলেন, আমাদের দেশে এখন পর্যন্ত প্রায় ৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তের সংখ্যা আরও বেশি হতে পারে। মনে হচ্ছে এর প্রকোপ আরও বাড়তে পারে। তিনি আরও বলেন, আমি এ বিষয়ে খুব আশাবাদী যে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিহত করার বিষয়ে আমাদের সক্ষমতা রয়েছে।
গ্রীষ্মে এই ভাইরাসের প্রাদুর্ভাব কমে যেতে পারে এবং এর প্রকোপ ঠেকানো সহজ হবে। সে পর্যন্ত লোকজনকে বাড়িতে বসেই কাজ করার বিষয়ে উৎসাহিত করা হবে।
নতুন করে যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে তিনজন এই ভাইরাসে আক্রান্ত অপর একজনের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। অপরদিকে ছয়জন সম্প্রতি ইতালি সফর করেছেন এবং দু'জন ইরানে সফর করেছেন। কিন্তু বাকি একজন অন্য কোনো দেশে ভ্রমণ না করেও কিভাবে এই ভাইরাসে আক্রান্ত হলেন সে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
করোনাভাইরাসে এ পর্যন্ত বিশ্বব্যাপী যত মানুষ মারা গেছে তার মধ্যে ৯০ শতাংশর বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে চীনের হুবেই প্রদেশে। চীনে নতুন করে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই এখন পর্যন্ত ৮০ হাজার ২৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছে ২ হাজার ৯১২ জন।
চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা দক্ষিণ কোরিয়ায়। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪ হাজার ২১২। অপরদিকে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২২ জন।
চীনের মূল ভূখণ্ডের বাইরে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ইরানে। সেখানে এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে করোনায় আক্রান্তের সংখ্যা ৯৭৮।