করোনাভাইরাস শনাক্তে চিকিৎসা সরঞ্জামের অভাব যুক্তরাষ্ট্রে

করোনাভাইরাস শনাক্তে পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম নেই যুক্তরাষ্ট্রের। বৃহস্পতিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এই সরঞ্জাম স্বল্পতার বিষয়টি স্বীকার করেছেন।
ভাইরাস শনাক্ত সরঞ্জামের অপ্রতুলতার কারণে ওয়াশিংটনে বৃহস্পতিবার হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে চিকিৎসাকর্মীদের।
পলা রুয়েদেবাস্চ নামের এক নার্স তার ফেসবুক পেজে লিখেছেন, ‘কোভিড-১৯ শনাক্তে পরীক্ষা করতে না পারায় এখানে আসা রোগীরা ক্ষোভ প্রকাশ করছে। কেউ চিৎকার করছে, অভিশাপ দিচ্ছে, তাদের নোংরা মাস্ক আমাদের দিকে ছুড়ে মারছে, এমনকি তারা মেঝে ও দেয়ালে থুথু মারছে।’
বৃহস্পতিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংখ্যা কমিয়ে বলছেন।
এই টুইটে তিনি বলেছেন, ‘বিশ্বে এক লাখ লোক করোনা আক্রান্ত, মারা গেছে তিন হাজার ২৮০। যুক্তরাষ্ট্র সীমান্ত বন্ধের দ্রুত পদক্ষেপ নেওয়ায় এখানে আক্রান্তের সংখ্যা মাত্র ১২৯, মারা গেছেন ১১ জন। এই সংখ্যা কমানোর জন্য দ্রুত চেষ্টা করছি।’