প্রকাশিত : ৮ মার্চ, ২০২০ ১৩:৪৭

করোনাভাইরাসে মারা গেলেন ইরানের আরেক এমপি

অনলাইন ডেস্ক
করোনাভাইরাসে মারা গেলেন ইরানের আরেক এমপি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফাতেমাহ রাহবার নামে আরও এক ইরানি এমপি শনিবার চিকিৎসাধীন মারা গেছেন।

গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী ইসলামিক কোয়ালিশন পার্টির এই এমপি গত কয়েক দিন ধরে হাসপাতালে কোমায় ছিলেন। খবর ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার।

শনিবার তেহরান হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ফাতেমাহ রাহবারের মৃত্যু হয়।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া দ্বিতীয় এমপি তিনি। এর আগে গত শুক্রবার প্রাণঘাতী এ ভাইরাসের থাবায় ইরানের আরেক এমপি মোহাম্মদ আলী রমজানি মারা যান।

এমপি ফাতেমাহ রাহবারের স্বামী, ছেলেমেয়ে ও মেয়ে জামাইও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ২০ জনেরও বেশি ইরানি এমপি এ ভাইরাসে আক্রান্ত।

চীনের মূল ভূখণ্ডের বাইরে করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত দেশ হচ্ছে ইরান। গত ২৪ ঘণ্টায় দেশটিতে এক হাজার জন নতুন করে আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর বলেন, সপ্তাহ দুয়েক আগে ভাইরাসে আক্রান্ত হয়ে লক্ষণ প্রকাশ পাওয়ার পর এসব রোগী আমাদের কাছে এসেছেন। রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া লোকজনের ভেতরে বেশ কয়েকজন রাজনীতিবিদ রয়েছেন।

১৯৭৯ সালের মার্কিন দূতাবাসে জিম্মি সংকটে অংশ নিয়েছিলেন ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হোসেন শাইখুল ইসলাম। করোনাভাইরাসে বৃহস্পতিবার তিনি মারা যান।

সিরিয়ার সাবেক এই রাষ্ট্রদূত ১৯৮১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত উপ-পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

উপরে