প্রকাশিত : ৮ মার্চ, ২০২০ ১৬:৪৬

টয়লেটে ব্যবহারের জন্য অতিরিক্ত পৃষ্ঠা দিচ্ছে অস্ট্রেলিয়ার পত্রিকা

অনলাইন ডেস্ক
টয়লেটে ব্যবহারের জন্য অতিরিক্ত পৃষ্ঠা দিচ্ছে অস্ট্রেলিয়ার পত্রিকা

টয়লেট পেপারের সংকট কাটাতে অস্ট্রেলিয়ার একটি পত্রিকা এর গ্রাহকদের অতিরিক্ত পাতা সরবরাহ করেছে। বিশেষ এই পাতাগুলোতে কোনো সংবাদ প্রকাশ করা হয়নি।

সম্প্রতি করোনাভাইরাস আতঙ্কে অস্ট্রেলিয়ায় টয়লেট পেপার কিনতে হুড়াহুড়ি পড়ে যায়। এমনকি ক্রেতাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে। এনটি নিউজ নামের পত্রিকাটি শনিবার প্রথম পাতায় একটি বার্তা প্রকাশ করেছে। এতে পাঠকদের উদ্দেশে বলা হয়েছে, ‘আমরা জরুরি প্রয়োজন মেটাতে হাতে কাটা লাইনসহ বিশেষ অতিরিক্ত আট পৃষ্ঠা প্রকাশ করেছি। ’

পত্রিকাটি তাদের টুইটার পেজেও এ বিষয়ে একটি টুইট করেছে। টুইটটি ভাইরাল হওয়ার পর হ্যাশট্যাগ টয়লেট পেপার ইমারজেন্সি বা হ্যাশট্যাগ টয়লেট পেপার অ্যাপোক্যালিপস ট্রেন্ড চালু হয়েছে।

এক টুইটার ব্যবহারকারী লিখেছেন,‘এখন আপনাদের প্রয়োজন দরজার পেছনে একটি ছয় ইঞ্চি লম্ব নখ।’

আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘টয়লেট পেপার হিসেবে ব্যবহৃত ডেইলি টেলিগ্রাফের পাঠকদের ছিনিয়ে আনার সাহসী পদক্ষেপ।’

সুত্র: ইন্টারনেট

উপরে