করোনা: ইতালিতে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিতে মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত করোনায় ১০১৬ জন মারা গেছেন। ইতালিতে করোনা ভাইরাসে মৃত্যুর হার আশংকাজনক ভাবে বাড়ছে। বৃহস্পতিবার পর্যন্ত করোনায় ইতালিতে ১৫১১২ জন আক্রান্ত হয়েছে। আর সুস্থ হয়েছেন ১২৫৮ জন। গতকাল নতুন করে আক্রান্ত হয়েছে ২২৪৯ জন।
ইতালিতে করোনা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে সরকার নানা কর্মসূচি গ্রহন করেছে। ইতালির প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তে বুধবার রাতে জাতীর উদ্দেশ্যে সর্বশেষ ভাষনে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সারা দেশে সবধরনের বার, রেস্টুরেন্ট, আইসক্রিম শপ, বস্ত্র বিতান, বিজুতারিয়া, সেলুনসহ সবধরনের পার্লার, বিউটি পার্লার, হেয়ার ড্রেসার শপ আগামী ২৫ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষনা করেছেন।
তবে সুপারমার্কেট, মিনিমার্কেট, ফার্মেসি, লাভান্ডেরিয়া/ব্যাংক/ পোষ্ট অফিস, সংবাদপত্র বিক্রয় (এডিকোলা), তাবাক্কি, পেট্রোল পাম্প, আলিমেন্টারী, হোমডেলিভারী খাবার সার্ভিস (জাষ্ট ইট/উবার ইটস ইত্যাদি) খোলা রাখার নির্দেশ দিয়েছেন।
এর আগে দেয়া এক ঘোষণায় বার এবং রেস্টুরেন্ট সকাল ৬টা থেকে বিকেল ৬টা পর্যন্ত খোলা রাখার সুবিধা ছিল, কিন্ত নতুন ঘোষণায় বার এবং রেস্টুরেন্ট পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়।
করোনায় অবরুদ্ধ হয়ে পড়েছে ইতালির ছয় কোটি মানুষ। করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় দেশটির প্রধানমন্ত্রী জোসেপ্পে কোন্তে লোকজনকে বাড়ির বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছেন। পুরো দেশজুড়েই ভ্রমণ নিষেধাজ্ঞা ও জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সারা দেশেই রেড় জোন ঘোষণা করা হয়েছে। সরকার বলছে, এই রেড জোনের আইন কেউ অমান্য করলে ২০৬ ইউরো জরিমানা অন্যথায় ৩ মাস থেকে ২১ বছর পর্যন্ত জেল হতে পারে। লোকজনকে বাড়ির বাইরে বের না হওয়ার নিষেধাজ্ঞার পাশাপাশি প্রয়োজনীয় সফরের ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতি নেয়ার নির্দেশ দিয়েছেন।
টেলিভিশনে দেয়া এক ভাষণে প্রধানমন্ত্রী কন্তে বলেন, এখন আর সময় নেই। যারা সবচেয়ে ঝুঁকিতে আছেন তাদের সুরক্ষার জন্যই এই ব্যবস্থা নেয়া হয়েছে। ইতালির প্রধানমন্ত্রী দেশজুড়ে স্কুল, জিমনেশিয়াম, জাদুঘর, নাইটক্লাব এবং অন্যান্য ভেন্যু বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।
তিনি বলেছেন,‘আমরা আমাদের নাগরিকদের স্বাস্থ্যের নিশ্চয়তা দিতে চাই।’ তবে সেখানে আক্রান্ত মানুষের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
তিনি আরো বলেন,‘ইতালি সকলের তাই প্রতিটি নাগরিকদের সুরক্ষার জন্যে সকলকে ঐক্যবদ্ধভাবে এই নিয়ম গুলো মেনে চলতে হবে। প্রধানমন্ত্রীর ঘোষণার পর দোকানপাট বন্ধের প্রথম দিনে ইতালির রাজধানী রোম বাণিজ্যিক নগরী মিলান জলকন্যা খ্যাত ভেনিস নগরী ছিলো জনমানব শূন্য। চারিদিকে পিনপতন নিরবতা। পাবলিক পরিবহন গুলো ছিলো যাত্রী শূন্য। বর্তমানে ইতালির ৬ কোটি মানুষ করোনা আতঙ্কে দিনযাপন করছে।