করোনায় বিপর্যস্ত ইতালিতে ভূমিকম্পের হানা

ইতালির দ্বীপ প্রভিন্স সিসিলিয়ায় ভূমিকম্প আঘাত হেনেছে। কাতানিয়া থেকে মেসিনা পর্যন্ত এ ভূমিকম্প অনুভূত হয়। সিসিলি প্রভিন্সের এটনায় রোববার সকালে দুইবার ভূমিকম্প আঘাত হানে।
এঘটনায় ভূমিকম্পের স্পষ্ট অনুভূতি কাতানিয়া থেকে মেসিনা পর্যন্ত অনুভূত হয়।
প্রথম ২.৬ মাত্রার ভূমিকম্প হয় বেলা ১১টা ১০ মিনিটে। এরপর বেলা ১১টা ৩২ মিনিটে আরেকটি ৪.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
এ ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পুরো পূর্ব উপকূলের কাতানিয়া থেকে মেসিনা পর্যন্ত লোকজন এই আঘাতটি স্পষ্ট অনুভূত করেছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে।
এদিকে ইতালিতে ব্যাপক হারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে রোববার আরও ৬৫১ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪৭৬ জনে।