প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০ ১৩:০৬

করোনা: ভারতের ৮০টি শহর লকডাউন

অনলাইন ডেস্ক
করোনা: ভারতের ৮০টি শহর লকডাউন
ভারতের দিল্লি, মুম্বাই, কোলকাতা, পাঞ্জাব, রাজস্থান, অরুণাচল প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ডসহ ৮০টি শহর ৩১শে মার্চ পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে।

শনিবার রাত পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩০০ জন। ওই দিন বিহার এবং মুম্বাইয়ে মোট দু'জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এই নিয়ে ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৬ জন। দেশে ৩৬০টি করোনা আক্রান্তের ঘটনা রয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল।

ভারত সরকার বলছে, যেসব জেলায় করোনা ভাইরাস দেখা দিয়েছে, সেখানে শুধুমাত্র জরুরি পরিসেবা চালু থাকবে।

করোনাভাইরাসের বিরুদ্ধে দেশে দেশে জোরদার হচ্ছে লড়াই। দ্রুত মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়া এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে নেয়া হচ্ছে কঠোর সব পদক্ষেপ। 

উপরে