করোনার পর চীনে এবার হান্তাভাইরাসে মৃত ১

চীনে হান্তাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। মঙ্গলবার চীনের গণমাধ্যমগুলোতে এ খবর প্রকাশের পর টু্ইটারে তা ভাইরাল হয়ে যায়।তবে এবারই প্রথম হান্তাভাইরাসের আক্রমণ হয়। এটি অনেক পুরনো ভাইরাস। কয়েক দশক ধরে এটি মানবজাতিকে আক্রমণ করে আসছে। খবর ইন্ডিয়া টু ডের
মঙ্গলবার চীনের গ্লোবাল টাইমস পত্রিকা খবর প্রকাশ করে যে, ইয়ান্নুন প্রদেশে হান্তাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। তিনি যে বাসে যাত্রা করেছিলেন পরে সেই বাসের ৩২ যাত্রী এ ভাইরাসের টেস্ট করা হয়। ১৯৭৮ সালে দক্ষিণ কোরিয়ার হান্তান নদীর পাশের গ্রাম থেকে এ ভাইরাসটি প্রথম ছড়িয়ে পড়ে বলে এর নাম হয় হান্তাভাইরাস। ইঁদুর প্রজাতির প্রাণী থেকে এটি ছড়িয়ে পড়ে।
সংশ্লিষ্ট সংবাদ: হান্তাভাইরাস ,চীন
১ জুলাই, ২০১৯
৬ জুলাই, ২০১৯
৬ জুলাই, ২০১৯
৬ জুলাই, ২০১৯
৮ জুলাই, ২০১৯