প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০ ১২:৪৪

করোনায় নিউইয়র্কে একদিনেই ১১০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
করোনায় নিউইয়র্কে একদিনেই ১১০ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ততম শহর নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনেই ১১০ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে ওই রাজ্যে এখন পর্যন্ত ৩৮৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলো।

নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

নিউইয়র্কে এখন পর্যন্ত ২৩ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে এই ৩৮৫ জনের মৃত্যু হলো। এখন পর্যন্ত সেখানে কোনও করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়নি।

নিউইয়র্ক হলো যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস সংক্রমণের কেন্দ্রস্থল। নতুন রোগীদের চাপে রীতিমতো হিমশিম খাচ্ছে নিউইয়র্কের হাসপাতালগুলো।

কুমো জানান, যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস সংক্রমণের ২৫ শতাংশই নিউইয়র্ক রাজ্যে। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার  ভাইরাস সংক্রমণ রোধে তাকে ২ ট্রিলিয়ন ডলারের বেশি বরাদ্দ দেয়নি।

এদিকে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। বিশ্ববিদ্যালয়টি ওই ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টা পর নিউইয়র্কে এত লোকের মৃত্যুর খবর সামনে।

অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে এখন সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৫০০ জন। আর ভাইরাসটির উৎপত্তিস্থল চীনে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ২৮৫ জন। কভিড-19 এ আক্রান্তের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্র এখন সবার শীর্ষে।

উপরে