প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০ ২১:৩৮

করোনা সর্বশেষ: মৃত ২৮ হাজার ৪৮৫, যুক্তরাষ্ট্রে সংক্রমনের সংখ্যা ১ লাখ

অনলাইন ডেস্ক
করোনা সর্বশেষ: মৃত ২৮ হাজার ৪৮৫, যুক্তরাষ্ট্রে সংক্রমনের সংখ্যা ১ লাখ

বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে। মোট আক্রান্ত এখন ৬ লাখ ১৮ হাজার ১৮৮। ২০২টি দেশে এখন পর্যন্ত ছড়িয়েছে কোভিড-১৯। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ৪৩ হাজার ১৩জন।সূত্র: ওয়ার্ল্ডোমিটার, ফক্স, সিএনএন, বিবিসি

১ লাখ ৪ হাজার ৮৭৬ আক্রান্ত রোগী নিয়ে এখন শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। মারা গেছেন ১ হাজার ৭৫৩জন।

ইতালিতে আক্রান্তের সংখ্যা ৮৬ হাজার ৯৫৩ জন। দেশটিতে মৃতের সংখ্যা ৯ হাজার ১৮৩ জন।

স্পেনেও দ্রুত বাড়ছে মৃত্যু। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭২ হাজার ২৪৮ জন। মারা গেছেন ৫ হাজার ৮১২ জন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এক টুইট বার্তায় বলেছেন আমরা সকলে মিলে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছি এবং সকলে মিলেই এই ভাইরাসকে হারিয়ে দেবো।

এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন থেকে করোনাভাইরাস মোকাবেলায় সাবেক সামরিক সদস্যদের আবারও ডেকে নিতে পারবেন তিনি।

১ হাজার অতিক্রম করেছে যুক্তরাজ্যে মৃতের সংখ্যা। দেশটিতে মৃতের সংখ্যা এখন ১০১৯।

আংশিকভাবে খুলে গেছে প্রাণঘাতি এই ভাইরাসের উৎপত্তিস্থল উহান। চীনা এই শহরটির মেট্রো সার্ভিস খুলে দেয়া হয়েছে। বাইরে থেকে শহরটিতে প্রবেশেরও অনুমতি দেয়া হয়েছে। তবে এ থেকে বের হবার অনুমতি নেই।

উপরে