প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০ ১৩:৩৩

জাপানে ২৬ প্রতিবন্ধীসহ ৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত

অনলাইন ডেস্ক
জাপানে ২৬ প্রতিবন্ধীসহ ৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত

জাপানের টোকিওতে ২৬ প্রতিবন্ধী ব্যক্তিসহ ৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একে গণ-সংক্রমণ বলে অভিহিত করছে স্থানীয় প্রশাসন তথা সরকার। 

টোকিওর পূর্বে চিবা প্রদেশে একটি সেবামূলক প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটেছে । স্থানীয় সরকার শনিবার এ কথা জানিয়েছে।

টনোশো শহরে হোকুসো ইকুসি-এন নামের প্রতিষ্ঠানে গোষ্ঠীগত সংক্রমণ হয়েছে। এখানে প্রতিবন্ধী ব্যক্তিরা কারুকাজ, উদ্যান তৈরি ও অন্যান্য কাজে জড়িত রয়েছে

সরকারী কর্মকর্তারা জানিয়েছেন, ৫৮ টি সংক্রমণের ঘটনায় ৩২ জন কর্মকর্তা-কর্মচারীও রয়েছেন। 

শুক্রবার এক নারী কর্মী সংক্রামিত হওয়ার পরে প্রাপ্ত পরীক্ষাগুলিতে এই গণ সংক্রমণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
 
চিবার স্থানীয় সরকার বলেছে, এটি একটি মারাত্মক পরিস্থিতি। 

সূত্র : জাপান টাইমস 

উপরে