করোনার সম্ভাবনাময় ভ্যাকসিন তৈরি করলো রাশিয়া

রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গ রিসার্চ ইনস্টিটিউট অব ভ্যাকসিনস জানিয়েছে, করোনা ভাইরাস প্রতিরোধে তাদের উদ্ভাবিত প্রতিষেধক সম্ভাবনায় ভ্যাকসিনের তালিকায় রেখেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।মঙ্গলবার (০৭ এপ্রিল) রুশ বার্তা সংস্থা তাস এ তথ্য জানায়।করোনা ভাইরাস প্রতিরোধে ডব্লিউএইচওর সম্ভাব্য প্রতিষেধকের তালিকায় এটিই একমাত্র রাশিয়ান ভ্যাকসিন।
সার্স-কোভ-২ এর একটি প্রোটিনের সাহায্যে ভ্যাকসিনটি তৈরি করেছে রাশিয়ার ফেডারেল মেডিক্যাল বায়োলজিক্যাল এজেন্সির সেইন্ট পিটার্সবার্গ রিসার্চ ইনস্টিটিউট অব ভ্যাকসিনস। প্রাণীর ওপর পরীক্ষা করে দেখা গেছে, করোনা ভাইরাসের বিরুদ্ধে বিশেষ এক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে এ ভ্যাকসিন। এর আগেও এ পদ্ধতিতে বিভিন্ন প্রতিষেধক তৈরি করা হয়েছে।
এতে সার্স-কোভ-২ এর বিরুদ্ধে নিরাপদ ও কার্যকর একটি প্রতিষেধক তৈরির সম্ভাবনা তৈরি হলো বলে জানায় সংস্থাটি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ব্যাপকভাবে এটি উৎপাদনের ব্যবস্থা করা। উৎপাদন সুবিধা বাড়ানোর চেষ্টা চলছে বলেও জানায় তারা।
সংশ্লিষ্ট সংবাদ: করোনা ভাইরাস
২৬ জানুয়ারী, ২০২০
২৭ জানুয়ারী, ২০২০
২৭ জানুয়ারী, ২০২০
২৯ জানুয়ারী, ২০২০
৩০ জানুয়ারী, ২০২০
৩১ জানুয়ারী, ২০২০