করোনায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৯৫ হাজার ছাড়িয়েছে

করোনাভাইরাসে সারাবিশ্বেই মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বের ১৮৪টি দেশ ও অঞ্চলে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ১ হাজার ১৮ জন মানুষ। আর মৃত্যু হয়েছে ৯৫ হাজার ৭১৮ জনের। আর এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন লাখ ৫৪ হাজার ৯৭২ জন।
করোনায় আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র এখন সবার ওপরে। দেশটিতে ৪ লাখ ৬৫ হাজার ৭৫০ জনের দেহে কভিড-১৯ ধরা পড়েছে। দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে স্পেনে ১ লাখ ৫৩ হাজার ২২২ জন। এরপরে ইতালিতে ১ লাখ ৪৩ হাজার ৬২৬ জন আক্রান্ত হয়েছেন।
সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে ১৮ হাজার ২৭৯ জন। এরপর দ্বিতীয় সর্বোচ্চ মারা গেছে স্পেনে ১৫ হাজর ৪৪৭ জন, তৃতীয় সর্বোচ্চ মারা গেছে ফ্রান্সে ১২ হাজার ২১০ জন এবং চতুর্থ সর্বোচ্চ মারা গেছে ইংল্যান্ডে ৭ হাজার ৯৭৮ জন।
বাংলাদেশে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, দেশে ২৪ ঘণ্টায় আরও ১১২ জন করোনাভাইরাসে সংক্রমিত বলে শনাক্ত হয়েছেন। মারা গেছেন একজন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩০ ও মৃতের সংখ্যা ২১ জন। দেশে সুস্থ ৩৩ জন।