স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জনসনের টুইট

হাসপাতালের আইসিইউতে কয়েক দিন থাকার পর অবশেষে করোনাভাইরাসমুক্ত হয়ে বাড়ি ফিরলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানালেন তিনি।
গত সোমবার আইসোলেশনে থাকাকালীনই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর। তীব্র শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এর পর তিন দিন আইসিইউতে ছিলেন তিনি। বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার উন্নতি হলে সাধারণ আইসোলেশন ওয়ার্ডে আনা হয় তাকে।
তিনি বলেন, আমার প্রাণ বাঁচিয়েছেন এনএইচএসের স্বাস্থ্যকর্মীরা। তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। শুধু তাই নয়, ব্রিটেনের মানুষের সামাজিক দূরত্ব বজায় রাখার প্রয়াসেরও ভূয়সী প্রশংসা করেন বরিস। তিনি বলেন, আপনাদের সম্মিলিত প্রচেষ্টাতেই দেশ এ সমস্যা থেকে বেরিয়ে আসবে।
শুধু এনএইচএস হাসপাতালের চিকিত্সকই নন, নার্স, পরিচ্ছন্নকর্মী, রান্নার লোক- সবার কাছেই নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেন বরিস।
নার্সদের নাম উল্লেখ করে তাদের অক্লান্ত পরিশ্রম, সাহস ও প্রচেষ্টার প্রতি শ্রদ্ধা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি আইসিইউতে থাকাকালীন ৪৮ ঘণ্টা তার বেডের পাশে থেকে শুশ্রূষা করা দুই নার্সের নাম উল্লেখ করে তাদের প্রশংসা করেন।