চীনে আফ্রিকানদের বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছেন মালিকরা

করোনাভাইরাস বিস্তারের আশঙ্কায় চীনে আফ্রিকান শিক্ষার্থী ও অভিবাসীদের বাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে। চীনে আফ্রিকান কূটনৈতিকরা এমন অভিযোগ করেছেন। তাদের দাবি, আফ্রিকানদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে।
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব যেন আর না ঘটে সেজন্য কাজ করছে চীন সরকার। এমন এক সময় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে আফ্রিকান কূটনীতিকরা বলেন, তাদের নাগরিকরা বৈষম্যের শিকার হচ্ছেন।
এ বৈষম্যমূলক আচরণ বন্ধের দাবি করেছে বেশ কয়েকটি আফ্রিকান দেশ। বিশেষ করে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজুতে আফ্রিকানদের প্রতি দুর্ব্যবহার ও তাদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সম্প্রতি শহরটিতে বসবাস করা আফ্রিকান নাগরিকরা বলে আসছেন, অ্যাপার্টমেন্ট থেকে বাড়িওয়ালারা তাদের উচ্ছেদ করে দিচ্ছে। বেশ কয়েকবার তাদের করোনাভাইরাস পরীক্ষা করা হচ্ছে। কিন্তু কোনও ফল দেওয়া হচ্ছে না।
আফ্রিকান শিক্ষার্থী ও অভিবাসীদের সঙ্গে দূরত্ব বজায় রাখার পাশাপাশি প্রকাশ্যেই তাদের হয়রানি করা হচ্ছে। স্থানীয় গণমাধ্যম ও সামাজিকমাধ্যমে এসব অভিযোগ উঠে এসেছে।