পাকিস্তানে আক্রান্ত ছয় হাজার, মৃত ১০৭

পাকিস্তানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে একশ সাত জন। এখন পর্যন্ত সে দেশে আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছে পাঁচ হাজার নয়শ ৮৮ জন। আজ বুধবার পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।
তার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দু'শ ৭২ জন। নতুন করে ১১ জনের মৃত্যু হয়েছে; যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।
আক্রান্তদের মধ্যে এক হাজার চারশ ৪৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। তবে এখনো চার হাজার চারশ ৩৫ জন চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে ৪৬ জনের অবস্থা গুরুতর।
জানা গেছে, এখন পর্যন্ত মোট ৭৩ হাজার চারশ ৩৯ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা করা হয়েছে ৩২৮০ জনের। সে দেশে সবচেয়ে খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে পাঞ্জাব প্রদেশে। এরপর রয়েছে সিন্ধু প্রদেশ, খায়বার পাখতুংখাওয়া এবং বেলোচিস্তান।
এদিকে সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে মোট ২০ লাখ চার হাজার নয়শ ৯১ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ২৬ হাজার আটশ ৩০ জনের। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৩ লাখ ৯২ হাজার সাতশ ৯৩ জন। আক্রান্তদের মধ্যে ৫১ হাজার ছয়শ নয় জনের অবস্থা গুরুতর।