যুক্তরাষ্ট্রে একদিনে ২ হাজার ৩৭১ জনের মৃত্যু

মৃত্যু মিছিল কিছুতেই থামছে না যুক্তরাষ্ট্রে। বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশটিতে মৃত্যু হয়েছে সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্রের আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৪৪ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা সাড়ে ২৮ হাজারের বেশি। মার্কিন মুল্লুকে শুধু বুধবারই মারা গেছে ২ হাজার ৩৭১ জন। ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৮০০ জনের বেশি করোনায় আক্রান্ত হয়েছে। এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
২৯ ফেব্রুয়ারি প্রথমবারের মতো করোনা আক্রান্তের সংবাদ সামনে এনেছিল যুক্তরাষ্ট্র। ৩৮ দিনের মাথায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছিল। পরবর্তী ৯ দিনে এই মিছিলে যোগ হয় আরও ২০ হাজার লাশ।
এমন অবস্থায় স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ করোনা যোদ্ধারা হিমশিম খাচ্ছে।
গেল মঙ্গলবার ২ হাজার ৩৬৪ জনের মৃত্যু হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের দেশে। দিনের হিসেবে যা এখন দ্বিতীয় সর্বোচ্চ মৃতের সংখ্যা।
ওয়ার্ল্ডোমিটার জানাচ্ছে, সারা বিশ্বে ১ লাখ সাড়ে ৩৪ হাজারের বেশি প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৮৩ হাজার ২০৪ জন।