করোনা: ইতালিতে ১২১ চিকিৎসক ও ৩০ নার্সের মৃত্যু

ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে বুধবার ৫ জনসহ এখন পর্যন্ত ১২১ জন চিকিৎসক এবং ৩০ জন নার্স জীবন দিয়েছেন। এছাড়াও এই পর্যন্ত ১৪ হাজারের বেশি চিকিৎসক,নার্সসহ স্বাস্থ্য সেবায় নিয়োজিত ব্যক্তি আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে মেডিক্স ফেডারেশন এফএনওএমসিইও।
বুধবার ৫ চিকিৎসকসহ প্রাণ হারিয়েছেন ৫৭৮ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২১ হাজার ৬৪৫ জনে। এদিন নতুন আক্রান্ত ২ হাজার ৬৬৭ জন।
দেশটিতে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা ৩ হাজার ৭৯ জন।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৬২ জন। চিকিৎসাধীন রয়েছেন এক লক্ষ ৫ হাজার ৪১৮ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ ৬৫ হাজার ১৫৫ বলে জানিয়েছেন নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি।
তিনি বলেন, জনগণকে সুরক্ষা দিতে সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। ফলে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৮ হাজার ৯২ জন।
এই কঠিন সময়ে কর্ম জীবন পার করে অবসরে যাওয়া অন্তত ৮ হাজার চিকিৎসক ও নার্সরা স্বেচ্ছায় আবার চিকিৎসা সেবায় ফিরে এসেছেন। এছাড়াও করোনায় আক্রান্তদের সহযোগিতায় তিউনিশিয়া ,কাতার, আলবেনিয়া, চীন, কিউবা এবং রাশিয়া থেকে আগত মেডিকেল টিম ইতালির বিভিন্ন অঞ্চলে আক্রান্তদের সেবা দিয়ে যাচ্ছে।