যুক্তরাজ্যে লকডাউন বাড়ল আরও ৩ সপ্তাহ

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে যুক্তরাজ্যজুড়ে যে লকডাউন ঘোষণা করা হয়েছে তার সময়সীমা আরও ৩ সপ্তাহ বাড়ানো হচ্ছে।
বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক র্যাব এ ঘোষণা দেন।
এদিকে যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগী ১ লাখের বেশি শনাক্ত করা হয়েছে। মৃতের সংখ্যাও ছাড়িয়েছে ১৪ হাজার।
বৃহস্পতিবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক র্যাব বলেন, ব্রিটেনের বৈজ্ঞানিক পরামর্শদাতারা এই মর্মে সতর্ক করে দিয়েছেন যে, বর্তমানে যে কোনও সুরক্ষা ব্যবস্থা শিথিল করা জনস্বাস্থ্য এবং ব্রিটিশ অর্থনীতি এই দুইয়ের জন্যই ঝুঁকিপূর্ণ।
সেজন্য করোনভাইরাসের সংক্রামণ ঠেকাতে দেশব্যাপী যে লকডাউন আরোপ করা হয়েছে, তার সময়সীমা আরও তিন সপ্তাহ বাড়ানো হবে।