করোনা: যুক্তরাষ্ট্রে মৃত্যুর মিছিলে আরও ৭ বাংলাদেশি

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও সাত বাংলাদেশি। এর মধ্যে নিউইয়র্কে ছয়জন ও মেরিল্যান্ডে একজন মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।
গতকাল রোববার নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে মারা যান নিউইয়র্ক পুলিশের ট্রাফিক ডিপার্টমেন্টে কর্মরত মোহাম্মদ মুজিব চৌধুরী (৬৪), বাংলাদেশ বিমানের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী মোহাম্মদ আলী (৬২), আলী আহমদ (৭০), হাফেজ আহমেদ মোল্লা (৭৫), এবাদ হোসাইন (৭০) ও খন্দকার মোসাদ্দিক আলী সাদেক (৭২)।
একই দিন মেরিল্যান্ডের সিলভার স্প্রিং সিটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তালেব আহমেদ চৌধুরী (৪২) নামে এক বাংলাদেশি।
ভাইরাসটিতে যুক্তরাষ্ট্রে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত ২৯ ফেব্রুয়ারি। এর পর গত ৬ এপ্রিল তা ১০ হাজারে পৌঁছায়। তখন থেকে মাত্র পাঁচ দিনের মাথায় সংখ্যাটি হয়ে যায় ২০ হাজার।
অর্থাৎ বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশটিতে ৩৮ দিনে ৪০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।