রাশিয়ায় প্যারেডে অংশ নেয়া ১৫ হাজার সেনা কোয়ারেন্টিনে

রাশিয়ার রেড স্কয়ারে বৈশ্বিক করোনা মহামারীর মধ্যে ‘ভিক্টোরি ডে প্যারেড’-এর সামরিক মহড়ায় অংশ নেয়া অন্তত ১৫ হাজার সেনাসদস্যকে দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টিনে পাঠিয়েছে সরকার।
ইতিমধ্যে ওই মহড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এ নিয়ে জোর সমালোচনা চলছে। ভিডিওতে দেখা যায়, কোনো ধরনের প্রতিরক্ষা কিংবা সামাজিক দূরত্ব না মেনেই মহড়াতে অংশ নেন রুশ সেনারা। খবর দ্য গার্ডিয়ানের।
স্থানীয় সময় সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ে প্রতি বছর ৯ মে বিজয় উদযাপন করে রাশিয়া। এ বছর বিজয়ের ৭৫তম বার্ষিকী সামনে রেখে গেল ফেব্রুয়ারি থেকেই সামরিক মহড়া দিচ্ছিল দেশটি।
খবরে বলা হয়েছে, মহড়ায় অংশ নেয়া কয়েকজন সামরিক সদস্যের দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় প্যারেডে অংশ নেয়া সব সেনাকে কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, রেড স্কয়ারে সামরিক কুচকাওয়াজ স্থগিত করে সেনাঘাঁটিগুলোতে ফিরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এসব সেনাসদস্য দুই সপ্তাহের কোয়ারেন্টিনে থাকবেন।
গত শুক্রবার মহড়ায় অংশ নেয়া কয়েকজন সেনাসদস্যের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানানো হয়। যদিও তার আগেই ভিক্টোরি ডের সামরিক মহড়া স্থগিতের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।