বগুড়া জেলা লকডাউন ঘোষণা

বগুড়া জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টা থেকে এই লকডাউন কার্যকর হবে।
বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ এই ঘোষণা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছেন৷ জেলার আদমদীঘি উপজেলায় দুইজন করোনা রোগী শনাক্ত হওয়ার পর পুরো জেলাকে লকডাউন ঘোষণা করা হয়। এর আগে গত ১৬ই এপ্রিল আদমদীঘি উপজেলার শাওইল গ্রামে এক পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলে ওই উপজেলা লকডাউন ঘোষণা করা হয়।
জেলা প্রশাসকের চিঠিতে বলা হয়েছে লকডাউন অবস্থায় মহাসড়ক এবং আঞ্চলিক সড়কে কোন যানবাহন চলাচল করবে না। বগুড়া জেলার কোন মানুষ আরেক জেলায় যেতে পারবে না, কেউ জেলায় প্রবেশও করবে না। তবে জরুরী পরিষেবা চালু থাকবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বগুড়া জেলা অবরুদ্ধ থাকবে।
করোনার প্রাদুর্ভাব ঠেকাতে গেলো ক'দিন ধরেই আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করার পরেও জনসাধারণকে ঘরে রাখা যাচ্ছিলো না। এ পরিস্থিতিতে লকডাউন কার্যকর ভূমিকা রাখবে বলে ধারণা করছেন প্রশাসনের কর্মকর্তারা।