যুক্তরাষ্ট্রের অর্থায়নে করোনাভাইরাস নিয়ে পরীক্ষা চালাচ্ছিল চীন: ডেইলি মেইল

চীনের উহানের যে ল্যাব থেকে করোনাভাইরাস ছড়িয়ে বলে ট্রাম্পসহ পশ্চিমা বিভিন্ন দেশের নেতারা দাবি করেছেন, সেটি নাকি যুক্তরাষ্ট্র থেকে অর্থ সহায়তা পেতো। এমন চাঞ্চল্যকর দাবি করেছে ব্রিটেনের সংবাদ মাধ্যম দ্য ডেইলি মেইল।
ব্রিটিশ পত্রিকাটি বলছে, তারা যে ডকুমেন্ট হাতে পেয়েছে তাতে তারা দেখেছে উহান ইন্সটিটিউট অব ভাইরোলজি ইউনান থেকে ধরা স্ত্যনপায়ী প্রাণীর ওপর করোনাভাইরাস নিয়ে পরীক্ষা চালায়। আর এই প্রতিষ্ঠানটিকে ৩.৭ মিলিয়ন ডলার অথর্ সহায়তা দিয়েছে মার্কিন সরকার।
ইউনানের ওই গুহায় পাওয়া যাওয়া বাদুড়ের শরীরে কভিড-19 এর জেনোম পাওয়া গেছে। একটি অসমর্থিত সূত্র দাবি করেছে যে, ভাইরাসটি ল্যাবের গবেষকদের শরীরে গিয়ে থাকতে পারে এবং তারা স্থানীয় কমিউনিটিতে মেশার পর তা ছড়িয়ে পড়ে।
দ্য মেইল বলছে, তারা জানতে পেরেছে ওই ল্যাবে বাদুড় নিয়েও পরীক্ষা চালানো হতো। যে প্রজেক্টে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ। বিভিন্ন রকমের পরীক্ষা-নিরীক্ষার জন্য উহানের ওই ল্যাবকে অর্থ দিতে বরাবরই সমর্থন দিয়েছে মার্কিন এই প্রতিষ্ঠানটি।
বাদুড়ের ওপর চালানো পরীক্ষার ফলাফল ২০১৭ সালে নভেম্বরে প্রকাশিত হয়। বাদুড় সম্পর্কিত সার্স করোনাভাইরাস থেকে কীভাবে সার্স করোনাভাইরাসের উৎপত্তি হয়েছিল এমন শিরোনামে ওই লেখাটি প্রকাশিত হয়।
আর ইউনানের গুহা থেকে ধরা বাদুড় থেকেই করোনাভাইরাসের নমুনা নিয়ে ল্যাবে পরীক্ষা চালানো হয় বলে সেখানে উল্লেখ করা হয়। উহান ইন্সটিটিউট অব ভাইরোলজির অ্যানিমেল ইথিকস কমিটির অনুমোদন নিয়ে বর্ষীয়ান গবেষকরা এই পরীক্ষা চালান।