করোনার প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতি হবে ছাত্রীদের: ইউনেসকো

করোনা ছায়া থেকে বাঁচতে বিশ্ব এখন লকডাউন। বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। যার কারণে বিশ্বের প্রায় ১৫৪ কোটি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছে ইউনেস্কো। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার মতে করোনার প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ছাত্রীরা।
ইউনেসকোর শিক্ষা শাখার প্রধান স্টেফানিয়া গিয়োনিনো প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া-পিটিআইকে এই সব কথা বলেছেন।
তিনি বলেন, সংক্রমণের কারণে মাঝ পথেই বন্ধ হয়ে গিয়েছে স্কুলগুলো। এই ঘটনায় প্রভাবিত হবে কিশোরী শিক্ষার্থীরা। বাড়বে স্কুল ছাড়ার হার বাড়বে। সামাজিক ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য বড় আকার ধারণ করবে। যৌন নিপীড়ন, বয়সের আগে বিয়ে কিংবা মাতৃত্বের মতো সমস্যার সম্মুখীন হবে কিশোরী শিক্ষার্থীরা।
প্যারিস থেকে স্টেফানিয়া বলেন, ‘লকডাউনের কারণে বিশ্বজুড়ে মোট শিক্ষার্থীর ৮৯% স্কুল যেতে পারছে না। স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৫৪ কোটি শিক্ষার্থী রয়েছে ঘরে। যাদের মধ্যে ৭৪ কোটি ছাত্রী। এই ছাত্রীদের মধ্যে প্রায় ১১ কোটি উন্নয়নশীল দেশের বসবাসকারী। যেখানে শিক্ষার মৌলিক অধিকারই লড়াইয়ের মতো।’
ইউনেসকোর এই কর্তার পরামর্শ, ‘অধিকাংশ দেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে স্কুল-কলেজ। কিন্তু ওদের একটু ভাবা দরকার সঙ্কট কাটলে ছাত্রীদের ওপর যে প্রভাব আসবে, তা সামলানোর কৌশল কী? এই নিয়ে এখনই আলোচনায় বসার প্রয়োজন নীতি নির্ধারকদের।
বিশ্বের ২১০ দেশে করোনাভাইরাসের দাপট চলছেই। এই পর্যন্ত সবমিলিয়ে ২৬ লাখ সাড়ে ৪৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৮৪ হাজারের বেশি মানুষের।