ভারতে ২৪ ঘণ্টায় ২৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত হয়েছেন ৪২৭ জন

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২৭ জন। মারা গেছেন ২৯ জন। সব মিলিয়ে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২১ হাজার ৭৯৭ জনে দাঁড়াল।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার এসব তথ্য দিয়েছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের বরাত দিয়ে বৃহস্পতিবার দেশটির সংবাদমাধ্যম এবিপি আনন্দ জানিয়েছে, অসুস্থদের মধ্যে ১৯ শতাংশের বেশি চিকিৎসার পর সেরে উঠেছেন।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, মহারাষ্ট্রে এ পর্যন্ত ২৭০ জনের মৃত্যু হয়েছে, যা গোটা ভারতে সর্বচ্চ। দ্বিতীয় স্থানে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাট। এখানে ১১৩ জন মারা গেছেন। তৃতীয় স্থানে রয়েছে রাজধানী দিল্লি। এখানে ৪৭ জন মারা গেছেন।
ভারতে করোনা মোকাবিলায় দ্বিতীয় দফায় আগামী ৩ মে পর্যন্ত লকডাউন পরিস্থিতি চলবে।
কেন্দ্রীয় ও বিভিন্ন রাজ্য সরকার কঠোরভাবে লকডাউন ও অন্যান্য নির্দেশনা মেনে চললেও আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ন্ত্রণে আসছে না।
যে কারণে চলমান লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।