যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫০ হাজার

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ২৪৩ জনে। আর আক্রান্ত হয়েছেন আট লাখ ৮৬ হাজার ৭০৯ জন।
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার শুক্রবার এ তথ্য জানিয়েছে।
করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত ২৯ ফেব্রুয়ারি। এরপর গত ৬ এপ্রিল তা ১০ হাজারে পৌঁছায়। এরপর দ্রুতই তা বড়াতে থাকে। দেশটিতে এপ্রিলে গড়ে ৩০ হাজার লোক ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, দেশজুড়ে পরীক্ষার সক্ষমতায় অপর্যাপ্ততা রয়ে গেছে। নমুনা সংগ্রহের জন্য সোয়াবসহ বিভিন্ন উপকরণেরও কমতি রয়েছে। এছাড়া কীভাবে লোকজন আক্রান্ত হচ্ছেন, তা খুঁজে বের করতে যথেষ্ট কর্মীরও অভাব রয়েছে।