স্ত্রী হত্যার দায়ে গ্রেফতার নরওয়ের ধনকুবের

নিখোঁজ স্ত্রীকে হত্যার অভিযোগে নরওয়ের একজন ধনকুবেরকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। আজ বুধবার টম হ্যাগেন নামক ওই ব্যবসায়ীকে কর্মস্থল থেকে গ্রেফতার করা হয়। ২০১৮ সালে তার স্ত্রী ৬৯ বছর বয়সী অ্যানে-এলিজাবেথ নিখোঁজ হন। প্রথম অবস্থায় এটিকে অপহরণ ধারণা করা হলেও এখন হত্যাকারী সন্দেহে স্বামীকে গ্রেফতার করা হলো।
নিখোঁজের বিষয়টি পুলিশ ২০১৮ সালের অক্টোবরে জানালেও বিষয়টি প্রকাশ্যে আসে ২০১৯ সালের জানুয়ারিতে। গত মঙ্গলবার অসলোতে এক সংবাদ সম্মেলনে পুলিশের প্রধান তদন্ত কর্মকর্তা টমি ব্রোসকে বলেন, ‘পুরো বিষয়টির পেছনে একধরণের পরিকল্পিত চাতুরী লুকিয়ে আছে। ফলে টম হ্যাগেন এর পেছনে জড়িত থাকতে পারেন এ সন্দেহ অনেক জোরালো হয়েছে। অন্য সন্দেহগুলো দূর্বল হয়ে গেছে।’
জানা যায়, ১৯ বছর বয়সে হ্যাগেনকে বিয়ে করেন ওই নারী। তার বাসা থেকেই তিনি নিখোঁজ হন। তাকে ফিরিয়ে দেয়ার জন্য মুক্তিপণও দাবি করা হয়েছিলো। কিন্তু সেটি দেয়া হয়নি। দীর্ঘ তদন্তের পর পুলিশের পুরো সন্দেহ এখন তার স্বামীর প্রতি। রিয়েল এস্টেট বিনিয়োগকারী ও মিডিয়া-বিমুখ হ্যাগেন প্রায় ১.৭ বিলিয়ন ক্রোনার এর মালিক।
সূত্র: দ্যা গার্ডিয়ান