প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০ ১২:২২

বিশ্বে একদিনে রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক
বিশ্বে একদিনে রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় বিশ্বে আবারও রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও। 

ডব্লিউএইচও বলছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ২ লাখ ৩০ হাজার ৩৭০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। একদিনে এর আগে এত সংখ্যক মানুষ আর কখনও আক্রান্ত হয়নি।

দৈনিক আক্রান্তের হিসাবে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত এবং দক্ষিণ আফ্রিকায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এর আগে গত ১০ জুলাই বিশ্বে রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছিল বলে জানায় ডব্লিউএইচও। ওইদিন বিশ্বে ২ লাখ ২৮ হাজার ১০২ জন করোনায় আক্রান্ত হয়েছিল। তবে দৈনিক মৃত্যুর সংখ্যা অনেকটা স্থিতিশীল রয়েছে। প্রতিদিন বিশ্বে প্রায় পাঁচ হাজার করে মানুষের মৃত্যু হচ্ছে।

আমেরিকা মহাদেশেই অধিকাংশ আক্রান্তের ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় আমেরিকা মহাদেশের ১ লাখ ৪২ হাজার ৯৯২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ায় ৩৩ হাজার ১৭৩, ইউরোপে ১৮ হাজার ৮০৪, আফ্রিকা ১৭ হাজার ৮৮৪, পূর্বাঞ্চলীয় ভূমধ্যসাগর এলাকায় ১৫ হাজার ৩৬১ ও পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ২ হাজার ১৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছে।

রেকর্ড সংখ্যক আক্রান্তের পাশাপাশি এদিন ৫ হাজার ২৮৫ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের অধিকাংশই আমেরিকা মহাদেশের বাসিন্দা। বার্তা সংস্থা রয়টার্সের হিসাবে- বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩০ লাখের দিকে এগোচ্ছে। আর মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৫ হাজারের বেশি মানুষ।

খবর বিবিসি, জিও টিভির।

উপরে