প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০ ১৬:২১

ফিলিপাইনে ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক করোনা রোগীর মৃত্যু

অনলাইন ডেস্ক
ফিলিপাইনে ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক করোনা রোগীর মৃত্যু

লকডাউন শিথিল করে বিপাকে পড়েছে ফিলিপাইন। দেশটিতে সোমবার একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে।

দেশটির স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৬২ জন। একদিনে ফিলিপাইনে মৃত্যুর রেকর্ড এটি। খবর আরব নিউজের।

মৃত্যুর সঙ্গে বেড়েছে আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১২৪ জন।

আগে একদিনে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড ছিল ১ হাজার ৫৩৪ জন। হঠাৎ করে প্রায় দ্বিগুণের কাছাকাছি করোনা রোগী বেড়ে যাওয়া উদ্বিগ্ন ফিলিপাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

জুন থেকে দেশটির অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সব প্রতিষ্ঠান খুলে দেয়া হয়। একই সঙ্গে রাজধানী ম্যানিলাসহ কয়েকটি এলাকায় লকডাউন শিথিল করা হয়।

১০ কোটি ৭০ লাখ মানুষের এ দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৮ হাজার ৭৭৯ জন।

উপরে