প্রকাশিত : ৪ আগস্ট, ২০২০ ১৬:৫৮

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় আঘাত হেনেছে হারিকেন ইসাইয়াস

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় আঘাত হেনেছে হারিকেন ইসাইয়াস

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার উপকূলীয় এলাকায় প্রবল বেগে আছড়ে পড়েছে হারিকেন ইসাইয়াস।

ঝড়ের পূর্বভাস পেয়ে নর্থ ও সাউথ ক্যারোলিনার উপকূলবর্তী বিভিন্ন এলাকার বাসিন্দারা আগেই অনেকে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। খবর বিবিসির।

ঝড়টি সোমবার স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটে প্রথমে নর্থ ক্যারোলিনার দক্ষিণাঞ্চলের আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)।

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আঘাত হেনে দুজনের প্রাণ কেড়ে নেয়ার পর ইসাইয়াস একটি ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়েছিল।

নতুন করে শক্তি অর্জন করার পর এটি এখন ঘণ্টায় ১৪০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে নর্থ ক্যারোলিনায় অবস্থান করছে।

ইসাইয়াসের প্রভাবে ব্রর্জপাতসহ প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। একই সঙ্গে বইছে দমকা হওয়া।

বৃষ্টির কারণে দুই ক্যারোলিনার পূর্বাঞ্চলের নদীগুলোর পানি বেড়ে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।

উপরে