প্রকাশিত : ৭ আগস্ট, ২০২০ ১৩:৫৩

লেবাননে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৫৭

অনলাইন ডেস্ক
লেবাননে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৫৭

লেবাননের রাজধানী বৈরুতে সমুদ্রবন্দর-ঘেঁষা এলাকায় স্মরণকালের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫৭ জন হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৫ হাজার মানুষ।

বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানায়। তবে সরকারি সূত্র জানিয়েছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর আলজাজিরা।

গত মঙ্গলবার সন্ধ্যার আগে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে শহরের প্রায় অর্ধেক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘরহারা হয়ে পড়েছেন তিন লাখের মতো মানুষ। ক্ষতি হয়েছে ৩০০ থেকে ৫০০ কোটি মার্কিন ডলার।

বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ মানুষের খোঁজে তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

বিশেষজ্ঞরা বলছেন, এই দুর্ঘটনার পর অর্থনৈতিক সংকটের মুখে থাকা দেশটি আরও গভীর সংকটে পড়বে।

লেবানন সরকার জানিয়েছে, কী থেকে কীভাবে এই ভয়ানক বিস্ফোরণ, তা নিয়ে তদন্ত চলছে।

উপরে