প্রকাশিত : ৮ আগস্ট, ২০২০ ১৪:১০

বুরকিনায় ফাসোয় বন্দুক হামলায় নিহত ২০

অনলাইন ডেস্ক
বুরকিনায় ফাসোয় বন্দুক হামলায় নিহত ২০

বুরকিনা ফাসোর সরকারি সংবাদ সংস্থা এআইবি জানিয়েছে, সেখানে বন্দুকধারীদের হামলায় ২০ জন নিহত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলে শুক্রবার একটি গবাদি পশুর বাজারে নির্বিচারে ওই গুলির ঘটনা ঘটে।

বুরকিনা ফাসো সরকার জানিয়েছে, ফাদা এন'গৌরমা রাজ্যে হামলার ঘটনায় এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। অপরাধীদের খুঁজে বের করতে ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী।

দেশটির রাজধানীতে শিনহুয়ার প্রতিবেদককে স্থানীয় একটি সূত্র জানিযেছে, ভারী অস্ত্রশস্ত্র নিয়ে একদল লোক শুক্রবার মার্কেটে গিয়ে এলোপাতাড়ি গুলি চালায়।

হাসপাতালের সূত্রগুলো জানিয়েছে, ওই হামলায় বহু লোক আহত হয়েছে। আঞ্চলিক গভর্নর গভর্নর কর্নেল সাইদৌ সানৌ জানিয়েছেন, অজ্ঞাত বন্দুকধারীরা ফাদা এন'গৌরমার নামৌনগৌ গ্রামে একটি গবাদি পশুর বাজারের লোকজনের ওপর হামলা চালায়।

তিনি জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওই হামলায় আরও বহু মানুষ আহত হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে গত মে মাসে পূর্বাঞ্চলীয় কমপিয়েংগা গ্রামের এক গবাদি পশুর বাজারে হামলা চালায় বন্দুকধারীরা। এতে কমপক্ষে ২৫ জন নিহত হন।

খবর শিনহুয়া, আল জাজিরার।

উপরে