ছয় মিনিটের ব্যবধানে ইন্দোনেশিয়ায় দুটি ভূমিকম্প

সমুদ্রে দুটি শক্তিশালী এবং অগভীর ভূমিকম্পে বুধবার কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। এ ঘটনায় দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। সমুদ্রের তলদেশে এটির গভীরতা ছিল ১৩.৬ মাইল।
ইউএসজিএস বলছে, এটির কেন্দ্র ছিল সুমাত্রা দ্বীপের বেংকুলু প্রদেশ। ভূমিকম্পের কেন্দ্রটি বেংকুলু শহরের ৬৫ মাইল পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থিত। দ্বীপের বেশ কয়েকটি প্রদেশে এই কম্পন অনুভূত হয়।
এর মাত্র ছয় মিনিট পর ৬.৯ মাত্রার একটি ভূমিকম্প হয় একই এলাকায়। এটির গভীরতা কিছুটা বেশি ছিল। আর প্রথমটির কেন্দ্র থেকে ৮ মাইল দূরে ছিল দ্বিতীয় ভূমিকম্পের কেন্দ্র।
এদিকে কয়েক মিনিটের ব্যবধানে পরপর দুটি ভূমিকম্প অনুভূত হলেও সুনামি সতর্কতা জারি করা হয়নি।
২৭০ মিলিয়ন জনসংখ্যা দ্বীপপুঞ্জ ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প, অগ্ন্যুৎপাত এবং সুনামি আঘাত হেনে থাকে। দেশটির তথাকথিত ‘রিং অব ফায়ারে’ অবস্থিত। প্যাসিফিক বেসিনের এই অঞ্চল বিশ্বের সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে পরিচিত।