রাশিয়ার বিরোধী দলীয় নেতাকে বিষ প্রয়োগের অভিযোগ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক ও দেশটির বিরোধী দলীয় নেতা আলেক্সেই নাভালনিকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে বিষ প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার মুখপাত্র কিরা ইয়ার্মিশ।
কিরা জানিয়েছেন, বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে বিমানে করে টোমাস্ক থেকে মস্কো ফিরছিলেন নাভালনি। হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিমানটিকে দ্রুত ওমাস্কে অবতরণ করানো হয়। ৪৪ বছর বয়সি নাভালনি কোমায় রয়েছেন।
কিরা আরও জানান, সকালে নাভলনি শুধু চা পান করেছেন। তারপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে দেয়া হয়েছে বলে সন্দেহ করছেন চিকিৎসকরা।
সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমানে নাভালনি অচেতন এবং তার শারীরিক অবস্থা গুরুতর। তার সার্বিক অবস্থা পর্যবেক্ষণে হাসপাতালের প্রধান চিকিৎসক পর্যবেক্ষণ করছেন।
এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরআইএ ফলাও করে নাভালনির শারীরিক অবস্থার খবর প্রকাশ করেছে। গেল বছরের জুলাইতেও রহস্যজনকভাবে তাকে বিষাক্ত কিছু দিয়ে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ তার সমর্থকদের।
নাভালনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক। গত জুনে আরো দুই দফা ক্ষমতায় থাকার জন্য রাশিয়ার সংবিধান সংশোধন করেন পুতিন। এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন তিনি।
খবর: বিবিসি