পাক-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ৫

ভারতের পাঞ্জাব প্রদেশে পাক-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে পাঁচ অনুপ্রবেশকারী নিহত হয়েছেন। এই ঘটনার পরে পুরো এলাকা ঘিরে তল্লাশি চালাচ্ছেন বিএসএফ সেনারা। ভারতের দাবি নিহত পাঁচজনই পাকিস্তানের নাগরিক।
শনিবার ভোররাতে পাঞ্জাব প্রদেশের তারণ-তারাণ জেলার সীমান্তে এই ঘটনা ঘটে।
গোলাগুলির বিষয়ে বিএসএফ জানিয়েছে, ভোর পৌনে পাঁচটার দিকে তারণ তারাণ জেলার খেমকরনে ভারত-পাকিস্তান সীমান্ত দিয়ে পাঁচ অনুপ্রবেশকারী ভারতে ঢোকার চেষ্টা করছিল। ওইসময় বিএসএফের টহল দল অনুপ্রবেশকারীদের দেখতে পায়। সঙ্গে সঙ্গে তারা সতর্ক হয়ে যায়।
বিএসএফের দাবি, টহল দলটিকে দেখামাত্রই এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে অনুপ্রবেশকারীরা। দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। আত্মরক্ষায় বিএসএফ জওয়ানরা গুলি ছুঁড়লে পাঁচ অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছে বলে বিএসএফের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
খবর: এনডিটিভি