বৈরুতে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৯০

লেবাননের রাজধানী বৈরুতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯০ জনে। এই ঘটনায় আহত হয়েছে সাড়ে ছয় হাজারেরও বেশি মানুষ। নিখোঁজ রয়েছে এখনো তিনজন।
শনিবার সেনাবাহিনীর এক বিবৃতিতে সাতজন নিখোঁজ থাকার কথা বলা হয়। যার মধ্যে তিনজন সিরিয়ার, তিনজন মিশরের ও একজন লেবাননের নাগরিক। এটি এখনো নিশ্চিত নয় যে, এই বিবৃতির পর আদৌ কাউকে খুঁজে পাওয়া গেছে কি না।
দেশটির কর্তৃপক্ষ বলছে, চলতি আগস্ট মাসের ৪ তারিখের এই বিস্ফোরণে প্রায় তিন লাখ মানুষ ঘরছাড়া হয়েছে। ক্ষতি হয়েছে সরাসরি ১৫ বিলিয়ন ডলার সমপরিমাণ। বিস্ফোরণে ৫০ হাজার বাড়িঘর, ৯টি প্রধান হাসপাতাল ও ১৭৮টি স্কুল ধ্বংস হয়েছে।
বৈরুত বন্দরে ভয়াবহ এই বিস্ফোরণের পর জনবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন হাসান দিয়াব। পদত্যাগের পর নতুন মন্ত্রিসভা গঠন না হওয়ায় এখন পর্যন্ত তত্ত্বাবধায়কের ভূমিকায় আছেন দিয়াব সরকার।