ফিলিস্তিনিদের বেলুনবোমা নিক্ষেপ,পাল্টা হামলা ইসরায়েলের

ফিলিস্তিনিদের বেলুনবোমা হামলা অব্যাহত থাকায় গাজা উপত্যকায় হামাসের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।ফিলিস্তিনের সূত্র জানায়, গাজার খান ইউনিসের পূর্বদিকে ফিল্ড কন্ট্রোল পয়েন্টের কাছে একটি এবং মধ্য গাজা উপত্যকার দেইর আল-বালাহের কাছে অপর একটি গোলা নিক্ষেপ করে ইসরায়েল।অপরদিকে ইসরায়েলি সূত্র বলছে, গাজা থেকে দক্ষিণ ইসরায়েলে বিস্ফোরক ও গোলাভর্তি ড্রোন হামলা চালানো হয়। আগুনবোমা-হিলিয়ামের সঙ্গে বেলুনগুলোতে লাগানো ছিল অশোধিত ডিভাইস, স্ফীত কন্ডোম বা প্লাস্টিকের ব্যাগ। দক্ষিণ ইসরায়েলের ৪০০টিরও বেশি জায়গায় এসব আঘাত হানে। প্রাথমিকভাবে এই হামলায় কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।ইসরায়েলি সেনাবাহিনী গত ৬ আগস্ট থেকে প্রায় প্রতিদিনই গাজায় হামলা চালিয়ে আসছে এবং ফিলিস্তিনের ভূখণ্ডে ২০০৭ সাল থেকে বিধ্বংসী অবোরোধের মাত্রা দিনের পর দিন বাড়িয়েছে।নতুন পদক্ষেপের অংশ হিসেবে গাজার একমাত্র বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি প্রবেশ নিষিদ্ধ করেছে ইসরায়েল। বিশ্বব্যাংকের মতে, গাজা উপত্যকায় মোট জনসংখ্যা ২০ লাখ, যার অর্ধেকেরও বেশি দরিদ্রসীমার নিচে বসবাস করে।
এদিকে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া বলেন, ইসরায়েলি অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন থেকে পিছু হটবে না। রোববার ভোরে তার কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে হানিয়া বলেন, ‘আমাদের এবং আমাদের জনগণের সিদ্ধান্ত হলো এই অন্যায় অবরোধের অবসান ঘটিয়ে এগিয়ে যাওয়া।’বিভিন্ন দল উপত্যকায় অবরোধের অবসানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এর আগেও তারা যোগাযোগস্থাপন ও মধ্যস্থতার বিষয়ে আলোচনা চালিয়েছে। গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতির ওপর তারা ঘনিষ্ঠভাবে নজর রাখছে।
একটি মিশরীয় প্রতিনিধিদল অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির জন্য উভয়পক্ষের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে, যেন দুই দেশের সীমান্তে শান্তির বিনিময়ে ইসরায়েল গাজার ১৩ বছরের অবরোধ সহজ করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়।তেলআবিবে ইসারয়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের আগে চলতি সপ্তাহে গাজায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত মোহাম্মদ আল-ইমাদি এই উপত্যকায় সাহায্যের জন্য তিন কোটি মার্কিন ডলার প্রদান করেন।
কাতার প্রতিনিধিদলের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা আল-ইমাদিকে বলেছিলেন- তারা গাজার বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি সরবরাহে নিষেধাজ্ঞার অবসান ঘটাতে ইচ্ছুক, যদি হামাসের পক্ষ থেকে বেলুনবোমা নিক্ষেপ বন্ধ হয়।এর আগের চুক্তি অনুযায়ী ইসরায়েল বলেছিল, প্রায় ২০ লাখ মানুষের এই অঞ্চলে ৫০ শতাংশের বেশি বেকারত্ব দূরীকরণে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু এখনো সেগুলো বাস্তবায়ন হয়নি।