প্রকাশিত : ১ সেপ্টেম্বর, ২০২০ ১৫:০৮

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়িয়েছে সাড়ে ৮ লাখ

অনলাইন ডেস্ক
বিশ্বে করোনায় মৃত্যু ছাড়িয়েছে সাড়ে ৮ লাখ
বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ কোটি ৭৯ লাখের বেশি মানুষ। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ লাখ ৫৪ হাজারের বেশি মানুষের। আর শনাক্ত ২ কোটি ৫৬ লাখ ছাড়িয়েছে।  

একদিনে করোনা শনাক্তের দিক থেকে এক মাসেরও বেশি সময় ধরে শীর্ষে রয়েছে ভারত। গেল একদিনে দেশটিতে প্রাণ হারিয়েছেন ৮শ ১৮ জন। একদিনে শনাক্ত ৬৮ হাজারের বেশি।  

ব্রাজিলে একদিনে ৬শ ১৯ জনের মৃত্যু হয়েছে। আর একদিনে শনাক্ত হয়েছেন ৪৮ হাজারের বেশি।  যুক্তরাষ্ট্রে একদিনে ৫শ ৭ জন মারা গেছেন। আর শনাক্ত হয়েছেন ৩৮ হাজারের বেশি মানুষ।

ফ্রান্সে গেল আগস্ট মাসে শনাক্তের সংখ্যা ৫০ শতাংশ বেড়েছে। দেশটিতে এপর্যন্ত ২ লাখ ৮১ হাজার জন শনাক্ত হয়েছেন। স্পেনেও আবার বেড়ে চলেছে সংক্রমণ।  শুক্রবার থেকে দেশটির ২৩ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্পেনের স্বাস্থ্য বিভাগ।  

হংকংয়ে সংক্রমণ ঠেকাতে মঙ্গলবার থেকে গণহারে করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ পর্যন্ত হংকংয়ের ৫ লাখেরও বেশি মানুষ পরীক্ষার জন্য নিবন্ধন করেছে। 

উপরে