প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২০ ১৫:৪৬

সহস্রাধিক চীনা নাগরিকের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
সহস্রাধিক চীনা নাগরিকের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
নিরাপত্তার কারণ দেখিয়ে সহস্রাধিক চীনা নাগরিকের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। গুপ্তচরবৃত্তির বিষয়ে নিরাপত্তা উদ্বেগ থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন।
 
গত ২৯শে মে ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় চীনা শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ, রাষ্ট্রের নিরাপত্তার জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেন। তার ঘোষণার পরিপ্রেক্ষিতেই ভিসার ব্যাপারে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান, মার্কিন পররাষ্ট্র বিভাগের এক মুখপাত্র।

এদিকে চীনা সরকারি বৃত্তি নিয়ে গবেষণা করতে আসা ১৫ শিক্ষার্থীর সঙ্গে চুক্তি মাঝপথে বাতিল করে দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়। এ ধরনের ঘটনা নজিরবিহীন।বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় তিন লাখ ৬০ হাজার চীনা শিক্ষার্থী পড়াশোনা করছেন।

উপরে