প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০ ১৮:০৪

রাণীনগরে শারদীয়া দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
রাণীনগরে শারদীয়া দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁর রাণীনগরে শারদীয়া দূর্গা পূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার আল মামুন। অন্যেদের মধ্যে বক্তব্য রাখেন রাণীনগর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি চন্দন কুমার মহন্ত,সাধারণ সম্পাদক অমল কৃষ্ণ সরকারসহ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের নেতৃদৃন্দ। এসময় উপস্থিত ছিলেন উপজেলার উপজেলার ৮টি ইউনিয়নের ৪৬টি পূজা মন্ডপের সভাপতি,সম্পাদকগন উপস্থিত ছিলেন।

এবিষয়ে রাণীনগর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি চন্দন কুমার মহন্ত জানান,রাণীনগর উপজেলায় এবার মোট ৪৬টি পূজা মন্ডপে শারদীয়া দূর্গা পূজা অনুষ্ঠিত হবে মন্ডপগুলো হচ্ছে ১নং খট্রেশ্বর ইউনিয়নে ৩টি রাণীনগর উপজেলা কালীবাড়ী হাট কেন্দ্রীয় মন্দির, খট্রেশ্বর রাণীনগর হাটখোলা দূর্গা মন্দির, খট্রেশ্বর রাণীনগর পালপাড়া দূর্গা মন্দির। ২নং কাশিমপুর ইউনিয়নে ৮টি চককুতুব স্বরকালিতলা দূর্গা মন্দির, চকাদিন বুড়াকালীতলা দূর্গা মন্দির, চকাদিন দক্ষিন পাড়া দূর্গা মন্দির, নিজামপুর পূর্বপাড়া দূর্গা মন্দির, কুজাইল-কাশিমপুর দূর্গামন্দির, কাশিমপুর দাসপাড়া দূর্গামন্দির, চকাদিন রাধা-গোবিন্দ মন্দির, কুজাইল হালদারপাড়া দূর্গামন্দির,৩নং গোনা ইউনিয়নে কৃষ্ণপুর দূর্গামন্দির, ঘোষগ্রাম মহাপ্রভু সংঘ দূর্গামন্দির,৪নং পারইল ইউনিয়নে বিলকৃষ্ণপুর দূর্গামন্দির, পারইল ষষ্ঠীতলা দূর্গামন্দির, পারইল হাটখোলা দূর্গামন্দির,গুটনিয়া দূর্গামন্দির,ভান্ডারগ্রাম হাটখোলা দূর্গামন্দির, ভান্ডারগ্রাম পশ্চিমপাড়া দূর্গামন্দির, খলাগাড়ী দূর্গামন্দির, কামতা হারাইল দূর্গামন্দির, বোদলা দূর্গামন্দির, ৫নং বড়গাছা ইউনিয়নে বাঁশবাড়িয়া দূর্গামন্দির, খাসগড় সার্বজনীন দূর্গামন্দির, দেউলা দূর্গামন্দির, নলদিঘী রায়বাড়ী দূর্গামন্দির, নলদিঘী পশ্চিমপাড়া দূর্গামন্দির, ভাটকৈ বাজার মন্দির, গহেলাপুর দূর্গামন্দির, বড়গাছা চৌমনী বাজার দূর্গামন্দির, ৬নং কালীগ্রাম ইউনিয়নে ভান্ডারা দূর্গামন্দির, করজগ্রাম দূর্গামন্দির, বেলঘড়িয়া দূর্গামন্দির, হরিপুর দূর্গামন্দির, ৭নং একডালা ইউনিয়নে ডাকাহার দূর্গামন্দির, ডাকাহার সার্বজনীন দূর্গামন্দির, ডাকাহার পশ্চিমপাড়া দূর্গামন্দির, জলকৈ চৌধুরী পাড়া দূর্গামন্দির, গুয়াতা দূর্গামন্দির, রায়পুর দূর্গামন্দির, স্থল দূর্গামন্দির, ৮নং মিরাট ইউনিয়নে মিরাট দিগীপাড়া দূর্গামন্দির, মিরাট ঘোষপাড়া দূর্গামন্দির, আতাইকুলা পালপাড়া দূর্গামন্দির, হরিপুর ঘোষপাড়া দূর্গামন্দির, মিরাট হালদারপাড়া দূর্গামন্দির, হরিপুর ঘোষপাড়া দূর্গামন্দিরে এবার দূর্গা পূজা অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

উপরে